সড়ক নিরাপত্তা সংক্রান্ত সকল তথ্য-সমূহ
ট্রাফিক রুলস আন্ড রেগুলেশন্স অনুযায়ী অপরাধ এবং নতুন আইন:অপরাধ | নতুন আইন |
---|---|
অবৈধ পার্কিং | সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানা |
হেলমেট না থাকলে | সর্বোচ্চ ১০,০০০ টাকা জরিমানা |
সিটবেল্ট না বাধলে | সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানা |
চালক ফোন এ কথা বললে | সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানা |
লাইসেন্স ছাড়া গাড়ি চালানো | ৬ মাসের জেল এবং ২৫,০০০ টাকা জরিমানা |
ভুয়া লাইসেন্স দেখালে | ১-৫ লাখ টাকা বা ৬ মাস থেকে ২ বছরের জেল |
রুট পারমিট ছাড়া যানবাহন | ৬ মাসের জেল কিংবা ২৫,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই |
ওভার স্পিডিং | ৩ মাসের জেল কিংবা ১০,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই |
নিষিদ্ধ হর্ন বাজানো | ৩ মাসের জেল কিংবা ১৫,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই |
উল্টো পথে গাড়ি চালালে | ৩ মাসের জেল কিংবা ১০,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই |
ট্র্যাফিক সংকেত না মানলে | ৩ মাসের জেল কিংবা ১০,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই |
রেজিস্ট্রেশনবিহীন যানবাহন | ৬ মাসের জেল কিংবা ৫০,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই |
ফিটনেসবিহীন যানবাহন | ৬ মাসের জেল কিংবা ২৫,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই |
গাড়ির বডি মডিফিকেশন | ৩ বছরের জেল কিংবা ৩০০,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই |
ট্রাফিক রুলস আন্ড রেগুলেশন্স ফ্লো-চার্ট :




করোনা ভাইরাস (কোভিড ১৯)কালীন রাইডশেয়ারিং এর জন্য বিআরটিএ কর্তৃক প্রদত্ত নির্দেশনা এবং এসওপি :
রাইডার-এর ক্ষেত্রে
রাইডার-এর ক্ষেত্রে
- ১. স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারিকৃত বিভিন্ন গাইডলাইন/নির্দেশনা মেনে চলুন;
- ২. যাত্রকালীন সময়ে নাকে, মুখে ও চোখে স্পর্শ করা হতে বিরত থাকুন;
- ৩. যাত্রাশেষে এলকোহলযুক্ত সেনিটাইজার দিয়ে হাত পরিস্কার করুন;
- ৪. হাঁচি বা কাঁশি দেওয়ার সময় টিস্যু বা হাতের কনুই দিয়ে মুখ ঢেকে রাখুন;
- ৫. যাত্রীর কোন সুরক্ষা এবং স্বাস্থ্যগত সমস্যা থাকলে রাইডশেয়ারিং সেবা প্রদানে বিরত থাকুন;
- ৬. যাত্রাশেষে নগদ লেনদেনের পরিবর্তে ডিজিটাল পেমেন্ট মাধ্যম ব্যবহারে গুরুত্বারোপ করুন;
- ৭. কোন কারণে নগদ/ক্যাশ পেমেন্ট করলে টাকায় হাত দেওয়ার পর সেনিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করুন;
- ৮. পার্কিংরত অবস্থায় যথাসম্ভব ভীড় এড়িয়ে চলুন বা দূরত্ব বজায় রেখে অপেক্ষা করুন;
- ৯. রাইড চলাকালীন যাত্রীর সাথে যথাসম্ভব দূরত্ব বজায় রাখুন;
- ১০. সম্ভব হলে যাত্রাকালীন সময়ে পিপিই (Personal Protection Equipment). ব্যবহার করুন;
- ১১. জাতীয় (স্বাস্থ্য অধিদপ্তর. আন্তর্জাতিক সংস্থার (WHO) স্বাস্থ্যবিধি সংক্রান্ত অন্যান্য নির্দেশনা মেনে চলুন
- ১. স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারিকৃত বিভিন্ন গাইডলাইন/নির্দেশনা মেনে চলুন;
- ২. যাত্রকালীন সময়ে নাকে, মুখে ও চোখে স্পর্শ করা হতে বিরত থাকুন;
- ৩. যাত্রাশেষে এলকোহলযুক্ত সেনিটাইজার দিয়ে হাত পরিস্কার করুন;
- ৪. হাঁচি বা কাঁশি দেওয়ার সময় টিস্যু বা হাতের কনুই দিয়ে মুখ ঢেকে রাখুন;
- ৫. চালকের কোন সুরক্ষা এবং স্বাস্থ্যগত সমস্যা থাকলে রাইডশেয়ারিং সেবা গ্রহণে বিরত থাকুন;
- ৬. যাত্রাশেষে নগদ লেনদেনের পরিবর্তে ডিজিটাল পেমেন্ট মাধ্যম ব্যবহারে গুরুত্বারোপ করুন;
- ৭. রাইড চলাকালীন চালকের সাথে যথাসম্ভব দূরত্ব বজায় রাখুন;
- ৮. জাতীয় (স্বাস্থ্য অধিদপ্তর) আন্তর্জাতিক সংস্থার (WHO) স্বাস্থ্যবিধি সংক্রান্ত অন্যান্য নির্দেশনা মেনে চলুন
ভার্চুয়াল এবং ফিজিক্যাল অফিসের সময়সূচী :
- ফিজিক্যাল অফিসের সময়সূচী : সকাল ১০.০০ টা থেকে সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তথ্য :
খন্দকার তাসওয়ার জাহিন
ডিরেক্টর, সাপ্লাই এবং আসিকুইজিশন
যোগাযোগ: 0964-2080808
ই-মেইল : zahin@jatri.co
কল সেন্টার এবং যোগাযোগের :
হেল্পলাইন নাম্বার: 0964-2080808
ঠিকানা: লেভেল ৫, হাউস ৯৭/এ, রোড ২৫, ব্লক এ, বনানী, ঢাকা